image

image

মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে,আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাংগে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে,আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় 'ভালোবাসি!" মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, 'চলে যাচ্ছি' বলেও বারবার পিছু ফিরে তাকায়।কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়'ভালো থেকো'।

অপেক্ষা বোঝো....??????????

সময় থাকতে বুঝতেছো না,একদিন আমায় খুঁজবে যেদিন পুরো পৃথিবী খুঁজলেও আর কোথাও খুঁজে পাবে না ....

image

তবুও হাজারটা অভিযোগ..!

image

image

এই যে তোমরা মন ভেঙে দাও, বিশ্বাস ভেঙে দাও, ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে যাও, তোমরা ভালো থাকো কেমনে? রাতে ঘুম হয়? আফসোস হয় না?

Samir Hosaen changed his profile picture
4 w

image

image