Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
-মুহূর্ত কী?
-কারো কাছে স্মৃতি,কারো কাছে এক্সপেরিয়েন্স....
-কথা দেওয়া?
-কারো কাছে নিছক উপলক্ষ্য,কারো কাছে শক্ত একটা খুঁটি।
-প্রেম?
-কারো কাছে খাবারের স্বাদ বদলানো,কারো কাছে আত্মসমর্পণ।
-স্পর্শ?
-সাধারণত দু ধরনের, কোনো স্পর্শ শুধুই ছুঁয়ে দেখা! কোনো স্পর্শ দাবানলের মতো ছড়িয়ে যায়,আগুন!
-অবহেলা?
-চেনা রাস্তায় হুট করে ভুলে যাওয়া অথবা একই রাস্তায় নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে অপেক্ষা, প্রতিদিন,কেউ আসবে না জেনেও।
-ছেড়ে চলে যাওয়া?
-কারো কাছে মুক্তি, কারো কাছে মৃত্যু।