অপেক্ষা বোঝো?

তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।

অসহায়ত্ব বোঝো?

যে প্রেম জুটেনি কপালে, যে আদরে হৃদয় পুড়ে অঙ্গার, সেই প্রেম আর আদর পেতে পায়ের কাছে বসে থাকার নাম অসহায়ত্ব! যে কুকুর খাবার পায় তিনবেলা, সেও তো অবহেলা নিতে পারে না।

নীরবতার ভাষা বোঝো?

বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!

তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা, মানুষ হয়ে জন্মেও কুকুরের মতো অবহেলা পাওয়ার অসহায়ত্ব!

*** ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার–কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃত্যু দেখো, অন্য সবাইকে বোঝো, অন্যান্য সবাইকে দেখো ,
"কিন্তু বলো আমি তোমার খুব কাছের, তাও
শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না।😔

image

image

খুব ভালো থেকো..!আমার কাছে নাকি সুখ পাওনি,পেয়েছো কেবল যন্ত্রনা। সুখ খুঁজতে অন্য নারীতে আসক্ত হইছো তোমার সুখে যেন কারোর নজর না লাগে।
খুব বেশি ভালো থেকো,সুখে থেকো তুমি......!

image

image

image

মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে,আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাংগে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে,আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় 'ভালোবাসি!" মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, 'চলে যাচ্ছি' বলেও বারবার পিছু ফিরে তাকায়।কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়'ভালো থেকো'।

অপেক্ষা বোঝো....??????????

সময় থাকতে বুঝতেছো না,একদিন আমায় খুঁজবে যেদিন পুরো পৃথিবী খুঁজলেও আর কোথাও খুঁজে পাবে না ....

image

তবুও হাজারটা অভিযোগ..!

image