পুরানো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেওয়ালে.!😅💔

image

মন-মস্তিষ্ক-শরীর কোনটাই ভালো নেই হঠাৎ একদিন অনেক অভিমান নিয়ে হারিয়ে যাবো...😅❤️‍🩹

image

image

প্রতিটা মানুষ আলাদা। কষ্ট সহ্য করার ক্যাপবিলিটি সবার সেইম না। একটা ব্যাপার যেটা আপনার কাছে কিছুনা সেটা অন্য কারো কাছে জীবনময় ট্রমা বয়ে বেড়ানোর মত কিছু। দুঃখের বেশি কম বলে কিছু নাই। দুঃখ দুঃখই।

-মুহূর্ত কী?
-কারো কাছে স্মৃতি,কারো কাছে এক্সপেরিয়েন্স....

-কথা দেওয়া?
-কারো কাছে নিছক উপলক্ষ্য,কারো কাছে শক্ত একটা খুঁটি।

-প্রেম?
-কারো কাছে খাবারের স্বাদ বদলানো,কারো কাছে আত্মসমর্পণ।

-স্পর্শ?
-সাধারণত দু ধরনের, কোনো স্পর্শ শুধুই ছুঁয়ে দেখা! কোনো স্পর্শ দাবানলের মতো ছড়িয়ে যায়,আগুন!

-অবহেলা?
-চেনা রাস্তায় হুট করে ভুলে যাওয়া অথবা একই রাস্তায় নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে অপেক্ষা, প্রতিদিন,কেউ আসবে না জেনেও।

-ছেড়ে চলে যাওয়া?
-কারো কাছে মুক্তি, কারো কাছে মৃত্যু।

এত স্মৃতি মানুষ কিভাবে ভুলে যায়?

সখের পুরুষ দুনিয়া ছাড়তে বাধ্য করবে।।।।।
তবুও চাই ভালো থাকুক সেই মানুষটি।।।

সে আমাকে কখনো পাওয়া'র আশাই করেনি, অথচ তাকে হারানোর ভয়ে আমি কেঁ'দে'ছি!💔😅

image

ভালোবাসা সুন্দর তবে দুজনের সমান ব্যাকুলতায়💔