আমি তোমাকে দোষারোপ করি না, দোষারোপ করি নিজের ভাগ্যকে!

তুমি বলো, সম্পর্ক বলো, সুখ বলো কিংবা শান্তি; সবকিছুই বড্ড দুর্লভ আমার কাছে! যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি, সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়!

তোমাকে দোষ দিয়ে আর কী লাভ?
যেখানে আমার ভাগ্যটাই খারাপ! আমি চাই, তুমি সুখী হও, অনেক সুখী। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটাই লেখা হোক।

ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চাইতে, আনন্দের আর কী হতে পারে? বলো....!!