Découvrir des postesExplorez un contenu captivant et des perspectives diverses sur notre page Découvrir. Découvrez de nouvelles idées et engagez des conversations significatives
কেউ জানবে না একটা অপ্রিয় নির্ঘুম রাতে আমার প্রিয় অসুখ তুমি। আমি না চাইতেই তুমি কত কিছু দিয়ে গেলে ; ঘুমের ঔষধ, বুক কামরে ধরা ব্যথা, বালিশ ভেজা এক পসলা কান্না, শিডিউল বাধা শেষ রাতের ঘুম, হুটহাট দুঃস্বপ্ন। সব-ই দিলে অথচ নিয়ে গেলে না কিছুই।
কেউ জানবে না তোমার কথা মনে পড়লে হৃদয়ে কতটুকু বিষাদের ঢেউ ওঠে । কতটুকু অসহায় লাগে নিজেকে। তোমার অভাবে কেমন করে হৃদয়ের আকাশে আচমকা ঝড় এসে নিংড়ে ফেলে আমার জীবন । কেমন করে একটা নিয়মিত ব্যথা কামড়ে রাখে বুকের পাজর। কেউ জানবে না ; কেউ না ! তুমিও না!