دریافت پوسٹسہمارے Discover صفحہ پر دلکش مواد اور متنوع نقطہ نظر کو دریافت کریں۔ تازہ خیالات کو اجاگر کریں اور بامعنی گفتگو میں مشغول ہوں۔
বাংলাদেশের সকল কনটেন্ট ক্রিয়েটর এবং ভিজিটররা এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন। গতকল বৃহস্পতিবার ইউটিউব + বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ্ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইউটিউব প্রিমিয়ামটি প্রথম মাস ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে। এরপর ব্যবহারের জন্য প্রতিমাসে ২৩৯ টাকা করে দিতে হবে। এ ছাড়া ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন করলে সর্বোচ্চ ৬ জন ব্যবহার করতে পারবেন এবং স্টুডেন্ট প্যাকেজের মূল্য ১৩৯ টাকা।
এখন ইউটিউব এর বিনোদন হবে এড ফ্রি...🎦