প্রিয় প্রাক্তন
তোমাকে প্রিয় বলেই সম্মোধন করলাম। যদিও তুমি এখন আমার প্রিয় মানুষ নও, আবার অপ্রিয়ও নও। প্রিয় আর অপ্রিয়-র মাঝামাঝি সম্পর্ক-কে কি বলে আমার জানা নাই।সবজান্তা নই বলেই আমার অনেক কিছুই জানা নাই। তবে এতে আমার কোন আফসোস নেই। আফসোস শুধু একটাই কেনো তুমি আমার হয়েও আমার হয়ে আমৃত্যু থাকলে না৷ তোমাকে আমার খুব করে প্রয়োজন ছিল৷ অভিমান আর একাকিত্বের আগুনে রোজ দগ্ধ হচ্ছি, একটু একটু করে আয়ু কমে যাচ্ছে সাথে বেঁচে থাকার ইচ্ছে টাও৷ মাঝে মাঝে মনে হয় তোমাকে যদি জড়িয়ে ধরা যেতো ভিতরের আগুন নিভে গিয়ে আমার আয়ু খানিকটা বেড়ে যেতো৷ কিন্তু সেটা সম্ভব নয়,যেমন তোমাকে ভুলে থাকাও সম্ভব নয়৷ একটা সম্ভাবনা আছে যদি সৃষ্টিকর্তা চায়, কোনো এক ব্যস্ত